ডা. রকিব হত্যামামলার ৫ আসামি গ্রেপ্তার

9

নিউজ ডেস্ক: বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২ টায় খুলনা প্রেসক্লাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এসময় তিনি বলেন, রোগীদের দূর্ভোগের কথা বিবেচনা করে চিকিৎসকদের কর্মবিরতি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে ডা. রকিব হত্যা মামলার সকল আসামীকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও সদর থানার ওসির প্রত্যাহার করতে হবে। তা না হলে পরবর্তীতে আলোচনাক্রমে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর বুধবার বিকাল থেকে আল্টিমেটাম দিয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আহবানে কর্মবিরতি পালন করছিলেন খুলনার চিকিৎসকরা।

এদিকে, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা, খাদিজাকে গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে আবদুর রহিম নামের একজনকে আটক করে পুলিশ। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।