এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি অনুসন্ধানে দুদকে টিম গঠন

18

নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) এর এন-৯৫ মাস্ক, পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য একজন পরিচালকের নেতৃত্বে চার সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (১৮ জুন) এই টিম গঠন করা হয়েছে। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ জুন মাস্ক কেলেঙ্কারির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে এ টিমের অন্য সদস্যরা হলেন উপপরিচালক মো. নূরুল হুদা, সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।

এ টিম স্বাস্থ্য খাতের এ জাতীয় অনিয়ম-দুর্নীতি উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানান প্রণব কুমার।

এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘মাস্ক বা পিপিইর মতো অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী চিকিৎসক, নার্স বা স্বাস্থ্য কর্মীদের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাই এসব অভিযোগের প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইন-আমলে নিয়ে আসতে কমিশন আইনি দায়িত্ব পালন করবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

উল্লেখ্য, রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি সরকারি হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে এন-৯৫ ব্র্যান্ডের মোড়কে সাধারণ ও নিম্ন মানের মাস্ক সরবরাহ করেছিল জেএমআই গ্রুপ। কেলেঙ্কারির  এই ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরে এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।