নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের রফিকুল হায়দার (৫২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ওই হাসপাতালের ডায়বেটোলজিস্ট ও অ্যান্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
জানা যায়, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় তিনদিন আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসার পর মিরপুরের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গতকাল ১৭ জুন, বুধবার রাতে শ্বাসকষ্ট বাড়লে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে রফিকুল হায়দার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
জানা গেছে, স্ত্রী ডা. রোমেনা হেলালের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর মিরপুরের পল্লবীর বাসায় একাই থাকতেন ডা. রফিকুল। একমাত্র ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তার প্রাক্তন স্ত্রী।
বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।