নিউজ ডেস্ক: টেস্ট কিট সংকটে ময়মনসিংহে করোনাভাইরাসের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আজ ১৮ জুন, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে এ কারণে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না। গতকাল বুধবার আপলোড করা জেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজ সূত্রে এ তথ্য জানা গেছে। কিট সংকটে নমুনা পরীক্ষা সম্ভব না হওয়ায় বুধবারের পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার পরীক্ষা হচ্ছে। প্রতিদিন গড়ে ৬শ’র মতো পরীক্ষা এখানে সম্ভব হচ্ছে। গত মঙ্গলবারও এখানে ৫৬৪ জনের পরীক্ষা করানো হয়। তবে গত ১৬ জুন, মঙ্গলবার থেকেই কিটের সংকট দেখা দেয়।
কর্তৃপক্ষ করোনা পরীক্ষা বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে এ সমস্যা খুবই সাময়িক। আজ সন্ধার মধ্যে নতুন কিট পাওয়া গেলে আগামীকাল শুক্রবার থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা আবার পুরোদমে শুরু হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. মশিউল আলম এ বিষয়ে বাংলা’কে বলেন, ‘আজ পরীক্ষা বন্ধই আছে। তাই স্যাম্পল সংগ্রহও বন্ধ আছে। আজ যদি কিট আসে তাহলে কাল থেকে আবার স্যাম্পল সংগ্রহ শুরু হবে।’