জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া শিরোপা জিতলো নাপোলি

34
Napoli players celebrate with the trophy at the end of the Coca Cola Italian Cup Final football match SSC Napoli v Fc Juventus at the Olimpico Stadium in Rome, Italy on June 17, 2020 (Photo by Matteo Ciambelli/NurPhoto via Getty Images)

ক্রিস্তিয়ানো রোনালদো-দিবালাদের জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়া শিরোপা জিতলো নাপোলি। সেই সঙ্গে ছয় বছরের মধ্যে প্রথম কোন শিরোপার স্বাদ নিলো দ্য ব্লুজ। ম্যাচের পুরো সময়ে তুরিনের বুড়িদের জালে বল জড়াতে না পারলেও, টাইব্রেকার থেকে শিরোপা জয়ের উল্লাসে মাতে নাপোলি।

বুধবার রাতে ইতালির রোমে কোপা ইতালিয়ার ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় নাপোলি। এদিন টাইব্র্রেকারে নিজেদের প্রথম দু’টি শটে গোলবঞ্চিত হয় জুভেন্টাসের পাওলো দিবালা ও দানিলো। বিপরীতে টানা চারটি শট থেকে গোল করে শিরোপা নিজেদের করে নেয় আজ্জুরিরা।

খেলার শুরু থেকেই বল দখলে অনেকটা সমান আধিপত্য দেখায় দল দু’টি। যদিও শুরুর দিকে ছন্দহীন ছিলো নাপোলি। বিপরীতে শুরুর দিকে কিছুটা আধিপত্য দেখালেও তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি জুভেন্টাস। খেলার কিছুটা সময় গড়াতেই শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। সমান তালে লড়তে থাকে দুই দলই।

প্রথমার্ধে দু’টি সুযোগও পান রোনালদো। কিন্তু নাপোলির গোলরক্ষক আলেক্স মেরেতকে ফাঁকি দিতে ব্যর্থ হন সিআর সেভেন। ২৬তম মিনিটে ভাগ্যের বিড়ম্বনায় গোল পোস্টে বাধা পায় নাপোলি। লরেন্সো ইনসিনিয়ের ফ্রি-কিক ফিরে আসে গোল পোস্টে লেগে। বিরতির আগে জিয়ানলুইজ বুফনের নৈপূন্যে জাল অক্ষত রাখে জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধে আক্রমণে খানিকটা বেশি আধিপত্য দেখায় নাপোলি। কিন্তু নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। যোগ করা সময়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় নাপোলি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ নৈপুণ্য দেখান জুভেন্টাসের গোলরক্ষক বুফন। এতে খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে দিবালা ও দানিলোর ব্যর্থতায় প্রথমেই কোণঠাসা হয়ে পড়ে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এরপর লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন র‌্যামজি গোল করলেও, লাভ হয়নি। টানা চারটি শট থেকে গোল করে শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। এই জয়ে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথম কোন শিরোপা জিতলো তারা।