নিউজ ডেস্ক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে বলে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
“তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে তিনি বাসায়ই ছিলেন। উনার হালকা জ্বর হয়েছিল। জ্বর কমে না দেখে পরীক্ষা করে দেখেন যে, ফুসফুসে সংক্রমণ হয়ে গেছে। সেদিনই উনাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন উনি।”
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।