নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা দলের তারকা পেসার ডেল স্টেইনের বাড়িতে হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় গত ১০ জুন এ হামলা চালানো হয় বলে টুইটারে জানিয়েছেন ডেইল স্টেইন নিজেই।
শুধু একদিনই নয়, গত এক সপ্তাহে তার পরিবার তিনবার হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন স্টেইন।
দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের সতর্ক করে দিয়ে স্টেইন টুইট করেছেন, ‘শুক্রবার থেকে তিন তিনবার আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। গতকাল তারা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করেছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। তিনি এমন হামলায় ভীষণ ভয় পেয়েছেন।’