নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরীতে একজন এবং জেলায় চারজন মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলা সিভিল সার্জন অফিস থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
তবে লিখিত এ তথ্যে করোনায় মারা যাওয়া পাঁচজনের নাম পরিচয় ঠিকানা প্রকাশ করা হয়নি।
একই তথ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচটি ল্যাবে নতুনভাবে ২২২ জন করোনা রোগী শনাক্তের কথা বলা হয়েছে।
জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে পাঁচটি ল্যাবে ৮৭৪ জনের করোনা পরীক্ষায় ২২২ জনের পজেটিভ এসেছে। এর মধ্যে মহানগরীতে ১৬২ জন ও বিভিন্ন উপজেলায় ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।