করোনা আক্রান্ত হয়েও নিয়মিত ব্যবসা করেন

10

নিউজ ডেস্ক: ফেনী শহরের রামপুরের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েও নিয়মিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এলাকার আলী আহমদ সওদাগর বাড়িতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখতে পান। এটি এলাকায় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‌

‌জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ করতে গিয়ে তাকে বাসায় পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও কোন তথ্য দিতে পারেননি। এমন পরিস্থিতিতে কিছুক্ষন পরই বাড়ি ফিরলেন তিনি। বাড়ির বাইরে বের হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাজারে ডাক্তারের কাছ থেকে ফিরছেন। তবে তার কথার কোন সত্যতা পায়নি স্বাস্থ্যবিভাগ।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ১ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রেরিত নমুনা প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়,  গত ক’দিন ধরেই তিনি নিয়মিত দোকান করছেন। শুক্রবার ও তিনি দোকানে গিয়ে ব্যবসা পরিচালনা করেন। তিনি শহরের বড় বাজারের জামান রোডের খুরশিদ ব্রাদার্সের স্বত্বাধিকারী। এসময় সেখানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার সহ ফেনী মডেল থানার পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে বাড়িটি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা ব্যতিত নতুন করে কেউ বাড়ির বাইরে বের না হন সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।