সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার আরও অবনতি

8

নিউজ ডেস্ক: লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থারও আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

শুক্রবার ( ১২ জুন) দিবাগত রাতে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, মেডিক্যাল বোর্ড রাতে মিটিং করেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় নতুন করে হার্টে সমস্যা দেখা দিয়েছে। আগে এই সমস্যা ছিল না।

গতকাল উচ্চ রক্তচাপ অস্থিতীশীল থাকলেও আজ একটু স্থিতীশীল অবস্থাতে রয়েছে।

তার সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, অবস্থা সংকটাপন্ন, ক্রিটিক্যাল। তবে হার্ট চলছে, তাই চিকিৎসা চালাচ্ছি আমরা, মেশিনের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চলছে। এসব ক্ষেত্রে পরিবারকে লিখিত ডিক্লারেশন দিতে হয় যে তারা চিকিৎসা চালাবেন না তখন মেশিন খুলে দেওয়ার বিষয় আসে। তার আগে পর্যন্ত যেহেতু তার হার্ট অ্যাক্টিভ আমরা চিকিৎসা চালিয়ে যাব।