নিউজ ডেস্ক: বগুড়ায় প্রকাশ্যে দিবালোকে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১১টায় শহরতলীর আকাশ তারায় এ নৃশংস হতাকাণ্ড সংঘটিত হয়।
পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক সদরের সাবগ্রামের লোকজন জানান, বালু ব্যবসায়ী নিহত শাকিল (৩০) ও তার এক বন্ধু আকাশ তারা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সাবগ্রামের তালপট্টিতে ফিরছিল।
তারা আকাশ তারা মোবাইল টাওয়ারের পাশে সুলতানের লাকড়ির দোকানের কাছে আসামাত্র একদল দুর্বৃত্ত তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এ সময় আহত দুজনকে লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যায়।
তারা আরো জানান, শাকিলের এক বন্ধু আল আমিন অস্ত্র মামলায় জেলে যাওয়ার পর তার স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিলের। ওই ঘটনা নিয়ে সামাজিক বৈঠকও হয়। কিন্তু তার সমাধান হয়নি।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আহত শাকিলকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অপরজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। শুনেছি শাকিলের সাথে আল আমিনের স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে খুনের ঘটনা ঘটতে পারে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কেউ আটক নেই।