নাজিরপুরে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

36

নাজিরপুর প্রতিনিধি: মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পিরোজপুর-১ আসন তথা নিজ এলাকা নাজিরপুরে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর ৩য় পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা৷

নির্বাচিত সুবিধাভোগীদের বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার প্রবীন রাজনীতিবিদ উপজেলা চেয়ারম্যান জনাব অমূল্য রঞ্জন হালদার৷

করোনাকালীন পরিস্হিতিতে স্বাস্হ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সহকারী কমিশননার (ভূমি) জনাব ফাহমি মোহাম্মদ সায়েফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনাড়ম্বরভাবে সম্পন্ন হয়৷ অনুষ্ঠানে বক্তারা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সুবিধাভোগী নির্বাচন থেকে শুরু করে প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন অব্দি একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন৷

অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ৷