নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারী শেষ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে ট্রাকে করে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চালিয়ে যেতে বলেছে হাই কোর্ট।
এ সংক্রান্ত রিট মামলায় বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি জেবিএম হাসানের ভার্চ্যুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। আর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল।
রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব পরে বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ে টিসিবি সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে কিনা, সে বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বাস্তবায়ন প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৮ জুন পর্যন্ত তা চালিয়ে নেওয়ার কথা রয়েছে।
“এ নিয়ে আমি আপত্তি তুললে আদালত করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ে তা চালিয়ে যেতে নির্দেশ দেন।”
বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী তাপস কান্তি বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী টিসিবির ট্রাকসেল কার্যক্রম যাতে দেশের প্রতিটি উপজেলায় পৌঁছায় সেজন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় যে পরিমাণ ট্রাক ছিল তার সাথে অতিরিক্তি আরও দুইটি ট্রাক বাড়াতে ডিলারদের বলা হয়েছে।”
আদালত কতদিন এই কার্যক্রম চালিয়ে যেতে বলেছে জানতে চাইলে এ আইনজীবী বলেন, “সরকার খোলা ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রমটি পনের দিন করে বাড়ায়। সর্বশেষ গত ৪ জুনের বিজ্ঞপ্তিতে ১৮ জুন পর্যন্ত এ কার্যক্রম বাড়ানো হয়েছে। সরকার যদি বলে ১৮ জুনের পর মহামারী শেষ, তাহলে এই নির্দেশনা আর কাজে লাগবে না।”
উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৩ জুন নির্দেশ দেয় হাই কোর্ট।
বাণিজ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও টিসিবির চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে বলে তার বাস্তবায়ন প্রতিবেদন বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছিল আদালত।
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় উপজেলা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির নির্দেশনা চেয়ে করা রিটে এ আদেশ এসেছিল উচ্চ আদালত থেকে।
মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আবেদনটি করেছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব।