চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

8

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার বড়তাকিয়া এলাকায় বুধবার গভীর রাতে গোলাগুলিতে নিহত যুবকের বয়স আনুমানিক ৩০।

র‌্যাবের দাবি, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ওই যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতি করতেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, একদল লোক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে, এ ধরনের সংবাদ পেয়ে তাদের একটি দল অভিযানে যায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি করে।”

গোলাগুলির এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে দাবি এসপি মামুনের।