নিউজ ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যা করেন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। তাদের দুই জনের প্রাক্তন সহকর্মী ডেভিড পিন্নে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।
ডেভিড পিন্নে সাক্ষাৎকারে জানান, এক সময় চাওভিন এবং জর্জ ফ্লয়েডের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এল নুয়েভো রোদেও নামক একটি নাইটক্লাবে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি।
চাওভিনকে খুব উগ্র স্বভাবের একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্লয়েড এবং চাওভিনের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো।’
এ বিষয়ে মন্তব্য করেছেন বন্ধ হয়ে যাওয়া সেই এল নুয়েভো রোদেও নাইট ক্লাবটির মালিক মায়া সান্তামারিয়া। তিনি বলেন, ‘আমি যা দেখেছি, তাতে ভাবতাম যে চাওভিন কৃষ্ণাঙ্গদের ভয় পায়।’
এদিকে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে উদ্দেশ্যমূলক হিসেবে দাবি করেছে তার পরিবার। তারা অভিযোগ করেছে, ব্যক্তিগত উদ্দেশ্যেই গত ২৫ মে তাকে আটক করেন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন।