নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈরে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে নসিমনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ ১১ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে সোহেল মুন্সি (৩৮) নসিমনটির চালক। তিনি সদর উপজেলার মিঠাপুর গ্রামের শাহজাহান মুনশির ছেলে। অপর নিহত ব্যক্তি পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫) উত্তর দুধখালী গ্রামের বাসিন্দা নুর উদ্দিন খলিফার ছেলে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত জাহান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা থেকে একটি নছিমন যাত্রী বোঝাই করে টেকেরহাট যাচ্ছিল।
সকাল ৮টার দিকে নসিমনটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন।
এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দ্বীন মোহাম্মাদ।
তিনি বলেন, ‘ট্রাক ও নসিমনটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মরদেহ উদ্ধারের সময় পেঁয়াজ ব্যবসায়ী সেলিম খলিফার কাছে ১৮ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। টাকাগুলো তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’