২৪ ঘণ্টায় বিশ্বে আরো পাঁচ হাজারের বেশি মৃত্যু

58

নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয় মৃতের সংখ্যা প্রায় ৪ লাখ ১৯ হাজার ‍ছুঁয়েছে। সেই সাথে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭৪ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (১১ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা) বিশ্বে করোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে ৭৪ লাখ ৫২ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯১৯ জন ইতোমধ্যে মারা গেছেন ও সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৪৯ হাজার ৮৮৮ জন। বর্তমানে যে ৩২ লাখ ৮৪ হাজার ২ জন চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে ৫৩ হাজার ৮১৫ জনের অবস্থা গুরুতর।

সর্বোচ্চ ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে আরো ৬৬ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ব্রাজিলে ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন ও তৃতীয় সর্বোচ্চ রাশিয়ায় ৪ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন।

এরপর আছে যথাক্রমে যুক্তরাজ্যে ২ লাখ ৯০ হাজার ১৪৩ জন, স্পেনে ২ লাখ ৮৯ হাজার ৩৬০ জন, ভারতে ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন, ইতালিতে ২ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন, পেরুতে ২ লাখ ৮ হাজার ৮২৩ জন, জার্মানিতে ১ লাখ ৮৬ হাজার ৮৮৬ জন, ইরানে ১ লাখ ৭৭ হাজার ৩৬ জন।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে আরো প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। এ নিয়ে সেখানে প্রাণহানি ১ লাখ ১৫ হাজার ১৩০ জনে পৌঁছেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ হাজার ১২৮ জন মারা গেছেন যুক্তরাজ্যে। ৩৯ হাজার ৭৯৭ জনের মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ২৪ ঘণ্টায় প্রায় ১৩শ’ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি।

এরপর আছে যথাক্রমে ইতালি, ফ্রান্স ও স্পেন। দেশগুলোতে যথাক্রমে ৩৪ হাজার ১১৪ জন, ২৯ হাজার ৩১৯ জন ও ২৭ হাজার ১৩৬ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। এছাড়া মেক্সিকোতে ১৫ হাজার ৪৫৭ জন, বেলজিয়ামে ৯ হাজার ৬২৯ জন, ইরানে ৮ হাজার ৫০৬ জন, জার্মানিতে ৮ হাজার ৮৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে ভারতে মোট ৮ হাজার ১০৭ জন, কানাডায় ৭ হাজার ৯৬০ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ৪২ জন, রাশিয়ায় ৬ হাজার ৩৫৮ জন, পেরুতে ৫ হাজার ৯০৩ জন, সুইডেনে ৪ হাজার ৭৯৫ জন, তুরস্কে ৪ হাজার ৭৪৬ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৩ হাজার ৭২০ জন, চিলিতে ২ হাজার ৪৭৫ জন, পাকিস্তানে ২ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে।