নিউজ ডেস্ক: বিশেষ ফ্লাইটে করে ফিলিপাইনে আটকে পড়া ২৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) ফিলিপাইন এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তারা। ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, করোনা মহামারির ফলে এসব বাংলাদেশি ফিলিপাইনে আটকা পড়েন। এ ২৩ বাংলাদেশির মধ্যে ১৭ জন শিক্ষার্থী ও ৫ জন পর্যটক।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার ফিলিপাইন দূতাবাস ও ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের দেশে ফেরানো হলো।