মাস্ক ছাড়া তৈমুরকে বাইরে এনে পুলিশের ধমক খেলেন সাইফ-কারিনা!

44

নিউজ ডেস্ক: কিছুটা ধমকের সুরেই পুলিশকে বলতে শোনা যায়, ‘ছোট বাচ্চাকে নিয়ে মোটেও বাইরে আসবেন না’

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে ভারতে চলছে লকডাউন। সম্প্রতি সেই লকডাউন কিছুটা শিথিল হলে ছেলে তৈমুরকে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে হাঁটতে বেরিয়েছিলেন বলিউড তারকা সাইফ-কারিনা দম্পতি।

সোমবার (৮ জুন) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মেরিন ড্রাইভের ফুরফুরে হাওয়ায় প্রাণভরে নিচ্ছিলেন নিঃশ্বাস। ছেলে তৈমুরকে কাঁধে নিয়ে ফুরফুরে নবাবি মেজাজে ঘোরাফেরা করছিলেন সাইফ। কিন্তু মাস্ক ছিল না তৈমুর ও তার দেখভালকারীর মুখে।

বিষয়টি নজরে এলে তাদের ঘোরাফেরায় বাধ সাধে মুম্বাই পুলিশ।

কিছুটা ধমকের সুরেই পুলিশকে বলতে শোনা যায়, “ছোট বাচ্চাকে নিয়ে মোটেও বাইরে আসবেন না।”

পুলিশের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে কারিনা বলেন, “বাইরে নিয়ে আসব না!”

তখন পুলিশ মনে করিয়ে দেয়, বিশেষ কারণ ছাড়া দশ বছরের কমবয়সী শিশু ও ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের বাড়ি থেকে বের হওয়া সংক্রান্ত নিষেধাজ্ঞার কথা। সে অনুযায়ী সাড়ে তিন বছর বয়সী তৈমুর আগামী কয়েক মাস বাড়ির বাইরে যেতে পারছে না!