নিউজ ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান (৬৫) শ্বাসকষ্টে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
ওই চেয়ারম্যানের নাম শফি আহমেদ মিন্টু। তিনি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা।
জানা গেছে, শফি আহমেদ মিন্টু হৃদরোগে ভুগছিলেন। গত ৪-৬দিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। মঙ্গলবার তিনি চিকিৎসকের শরণাপন্ন হোন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় টাইফয়েডের লক্ষণ দেখা দেয়। সেই সাথে করোনা উপসর্গ থাকায় টেস্টের জন্য নমুনা প্রদানের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার অচিন্ত রায় জানান, ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।