নিউজ ডেস্ক: করোনামুক্তির ভুয়া সার্টিফিকেট নিয়ে জাপানে গিয়ে ধরা পড়েছেন চার বাংলাদেশি নাগরিক। তারা চার্টার্ড ফ্লাইটে করে জাপান পৌঁছান। সেখানে তাদের নমুনা পরীক্ষার পর চারজনের দেহেই করোনার উপস্থিতি শনাক্ত হয়। আর সেই সাথে ঢাকা থেকে নিয়ে যাওয়ার সেই ‘করোনামুক্তির সার্টিফিকেট’ ভুয়া প্রমাণিত হয়।
তবে এ ঘটনায় বাংলাদেশের দায় দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ-জাপান বিমান চলাচল বন্ধ আছে। বাংলাদেশের সাথে জাপানোর সরাসরি কোনো ফ্লাইটও পরিচালিত হয় না।
জাপান দূতাবাসের মাধ্যমেই সেদেশে চার্টার্ড ফ্লাইট পরিচালিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে সিভিল এভিয়েশন ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বলেও জানান তিনি।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।