নিউজ ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। গতকাল ৯ জুন, মঙ্গলবার স্থানীয় সময় বিকালে বন্দুকধারীরা দেশটির গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে প্রবেশ করে ভয়াবহ এ হামলাটি চালায় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে তারা জানায়, প্রতিশোধমূলক এ হামলায় গোটা গ্রামটিতে ধ্বংসলীলা চালানো হয়েছে। তবে এখনো কোনো দল এই হামলার দায় স্বীকার করেনি।
বার্তা সংস্থা এএফপি’র সংবাদে ৫৯ জনের মরদেহ উদ্ধারের কথা বলা হলেও ৬৯ জনকে হত্যার সংবাদ জানিয়েছে রয়টার্স।
সংবাদে বলা হয়, গ্রামবাসীরা ওই জঙ্গিদের গতিবিধির সংবাদ নিরাপত্তা বাহিনীর কাছে পাচার করছেন এমন সন্দেহ থেকেই হামলা চালায় তারা।
ওই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সাথে সংশ্লিষ্ট বোকো হারামসহ আরো কয়েকটি জঙ্গি দল সক্রিয় থাকলেও এখনো পর্যন্ত কোনো দলই এ হামলার দায় স্বীকার করেনি।