নিউজ ডেস্ক: গোপালগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সাংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ১৪ জনসহ মোট ৩০৯ জন শনাক্ত হয়েছে বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন। আর মারা গেছেন ২ জন।
সিভিল সার্জন বলেন, নতুন ১৪ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় একজন, মুকসুদপুরে তিনজন, কোটালীপাড়ায় একজন, টুঙ্গিপাড়ায় একজন ও কাশিয়ানী উপজেলায় আটজন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।