নিউজ ডেস্ক: কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যায় চীনের উহান শহরকে ছাড়িয়ে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই।
ভারতের ইংরেজি দৈনিক হিন্দুর খবরে বলা হয়, মুম্বাইয়ে শনাক্ত রোগীর সংখ্যা মঙ্গলবার ৫১ হাজার পেরিয়ে গেছে, যা চীনের উহানের চেয়ে ৭০০ বেশি।
গত ডিসেম্বরে উহানেই প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এ পর্যন্ত শহরটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন, তাদের মধ্যে ৩ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।
হিন্দু জানিয়েছে, মুম্বাইয়ে এ পর্যন্ত এক হাজার ৭৬০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনাক্ত রোগীর সংখ্যায় সোমবার চীনকে ছাড়িয়ে যায় মহারাষ্ট্র। ভারতের এই রাজ্যে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার। আর চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্তে দেখা যাচ্ছে।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তারপর ৬ মে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার হয়ে ২১ মে ২৫ হাজারে দাঁড়ায়। পরের ১৯ দিনের মধ্যে আরও ৬৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়।
বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার জন, এদের মধ্যে ৯ হাজার ৯৮৫ জনকে শনাক্ত করা হয়েছে গত এক দিনে।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার এই দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের। এর মধ্যে মঙ্গলবারই ৫৮ জনের মৃত্যু হয়েছে।