নিউজ ডেস্ক: সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস। ৯ জুন, সোমবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্ক বার্তা দেন তিনি।
এ বিষয়ে টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস জানান, সারাবিশ্বে করোনার সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। যদিও এই মুহূর্তে ইউরোপের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। তবে মহামারির ছয় মাস পার হলেও এখনই লকডাউনসহ বিধিনিষেধ শিথিলের সময় আসেনি বলেও উল্লেখ করেন তিনি। এমন খবর প্রকাশ করেছে এএফপি ও এনডিটিভি।
তিনি আরো বলেন, ‘গত ১০ দিনের নয়দিনই প্রতিদিন এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত রবিবার শনাক্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এসব করোনা রোগীদের ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশে। এসবের বেশিরভাগই ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশ।’
এদিকে করোনার বিস্তার ঠেকাতে দেশে দেশে জারি হওয়া লকডাউন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে শিথিল করতে শুরু করেছে অনেক দেশ।
এ বিষয়ে সতর্ক করে গ্যাব্রিয়েসাস বলেন, ‘যেসব দেশের পরিস্থিতির উন্নতি হয়েছে সেখানে এখন সবচেয়ে বড় হুমকি আত্মতুষ্টি। মহামারীর ছয় মাসেরও বেশি সময় গেছে। তবে কোনো দেশের জন্য এখনো প্যাডেল থেকে পা তুলে নেয়ার সময় আসেনি।’
প্রসঙ্গত, এর মধ্যেই সারাবিশ্বের ২০০ অধিক দেশে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭২ লাখ মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে।