নোয়াখালীর দুই উপজেলা লকডাউন

15

নিউজ ডেস্ক: নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বেগমগঞ্জ ও সদর উপজেলাকে মঙ্গলবার সকাল থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলায় শনাক্তের হার মাত্রাতিরিক্ত হওয়ায় রেড জোন ঘোষণা করে জেলা  প্রশাসন।

রোববার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাসের সভাপতিত্বে কনোরা প্রতিরোধে করণীয় এবং জেলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক বেগমগঞ্জ ও সদর উপজেলাকে মঙ্গলবার সকাল ৬টা থেকে ২৩ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা দেন।

তিনি জানান, জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলা আগামী ১৫ দিন পর্যন্ত লকডাউনের আওতায় থাকবে। এতে বেগমগঞ্জ উপজেলা ও সদর উপজেলার কোনো ব্যক্তি ঘরের বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোনো লোক প্রবেশ করতে পারবে না। এসব এলাকায় কোনো গণপরিবহন চলাচল করবে না।