নিউজ ডেস্ক: ঈদের পর দেশের ৬৭টি কারখানা থেকে ১৭ হাজার ৫৭৯ জন পোশাক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) ছাঁটাই বন্ধে ব্যবস্থা নিতে দেয়া এক চিঠিতে এমন তথ্য জানিয়েছে সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।
গতকাল ৬ জুন, রবিবার বিজিএমইএ সভাপতি রুবানা হককে এই চিঠি দেন ডিআইএফ মহাপরিদর্শক শিবনাথ রায়।
ঈদের পর পোশাকশিল্প মালিকেরা শ্রমিক ছাঁটাই করছেন উল্লেখ করে এতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৭টি কারখানায় এ পর্যন্ত ১৭ হাজার ৫৭৯ শ্রমিক ছাঁটাই করা হয়েছে।
এদের মধ্যে টঙ্গীর তানাজ ফ্যাশনস ও ভিয়ালাটেক্স গার্মেন্টস থেকেই ২ হাজার ৪৫০ শ্রমিক চাকরি হারিয়েছেন।
এপ্রিল মাসে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় ছাঁটাই ও কারখানা লে-অফ না করার বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মালিকরা সেই সিদ্ধান্তের বিষয়টি ডিআইএই‘র চিঠিতে উল্লেখ করা হয়।
গত ৪ জুন, বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে শ্রমিক ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। তবে এর একদিন পরই আগের দিনের বক্তব্য থেকে সরে আসেন তিনি।