পটুয়াখালীতে কাঠমিস্ত্রিকে গলাকেটে হত্যা

14

নিউজ ডেস্ক: পটুয়াখালী সদর উপজেলায় জাফর শিকদার (৫০) নামে এক কাঠমিস্ত্রির মাথা ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৮ জুন) রাতে তে‌লিখা‌লি এলাকায় নিজ বাড়ি থেকে প্রায় এক কিলো‌মিটার দূরে রাস্তার উপর থেকে জাফরের মরদেহ উদ্ধার করা হয়। মৃত জাফর ওই এলাকার কেরামত শিকদারের ছেলে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ জানান, ভগ্নিপতির বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন জাফর। পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জাফরের পায়ের রগ এবং মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিল। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে জাফরের কোনো শত্রু আছে কি না তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।