খাগড়াছড়িতে আরও সাতজনের করোনা শনাক্ত

7

নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ জন। এছাড়া ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তদের মধ্যে মানিকছড়িতে তিনজন, মাটিরাঙ্গায় দু’জন, খাগড়াছড়ি সদরে একজন ও রামগড়ে একজন রয়েছেন।

সোমবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে সর্বশেষ আসা তথ্য অনুযায়ী নতুন করে আরও সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা এক হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। এরমধ্যে ৭৭৫ জনের রিপোর্ট এসেছে।