নিউজ ডেস্ক: রাজধানীর আদাবরে অ্যাম্বুলেন্সচাপায় মর্জিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে জাপান গার্ডেন সিটি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলানিউজকে জানান, সকালে জাপান গার্ডেন সিটি সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন মর্জিনা। এসময় একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত মর্জিনা নবীনগর হাউসিং এলাকায় থাকতেন। তার স্বামীর নাম মৃত হোসেন আলী। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।