ডাক্তার ফেরদৌসকে নিয়ে তৎকালীন ছাত্রলীগ নেতা মিঠুর ফেইসবুক পোস্ট

550

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী ডাক্তার ফেরদৌস খন্দকার বাংলাদেশে করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সহযোগিতা করতে নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসেই অপপ্রচারের শিকার হয়েছেন।

তবে তাঁর বিরুদ্ধে এসব অপপ্রচারের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য উপস্থাপন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখা তাঁর সতীর্থ, তৎকালীন ছাত্রলীগ নেতা কামাল হোসেন মিঠু ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এখানে তাঁর পোস্ট তুলে ধরা হলো-

‘সম্ভবত ২০০৩ অথবা ২০০৪ সালের কথা, তখন আমি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি। একদিন জ্যাকসন হাইটস এ পেছন থেকে দেখি- কেউ একজন ডাকছে- মিঠু ভাই না? আমি পেছন ফিরে তাকিয়ে দেখি- হাসিমুখে আমার দিকে চশমা পরিহিত একজন লোক তাকিয়ে হাসছেন, কাছে যেতেই দেখি- ফেরদৌস খন্দকার!

চট্টগ্রাম মেডিকেল কলেজের রাজপথের সহযোদ্ধা, চরম বিপদসংকুল দিনের হাতে হাত রাখা রাজনৈতিক বন্ধু। বললেন ৬৫ স্ট্রিট-এ একটা চেম্বার করেন অন্য একজনের সাথে, কিন্তু টানাপড়েন চলছে সেখানে, নানান অসুবিধে।

অনেক স্মৃতি রোমন্থনের পর বিদায় নিয়ে চলে আসলাম সেদিন।

তারপর থেকে ফেরদৌস খন্দকার এর রোগীর তালিকায় ঠাঁই নিলাম। প্রায় দেখা হতো, নানান স্বাস্থ্য বিষয়ক টিপস দিতেন। বলতেন শরীরটাকে ঠিক রাখা লাগবে। কিছুদিন পরে একদিন ফোন দিয়ে বললেন দোয়া করবেন নতুন চেম্বার চালু করছি, কাছাকাছিই। বেশ জমে গেলো নতুন চেম্বার ভিড় বাড়লো রোগীদের, নাম যশ হলো।

ফেরদৌসকে চিনি ১৯৯০/৯১ সাল থেকে। রাজনীতির কারণেই পরিচয়। সেই ফেরদৌসকেই কিনা আজ রাজনৈতিক পরিচয়ের জন্য কিছু তথাকথিত সংবাদকর্মী(??)দের সার্টিফিকেট লাগবে?

ডাক্তার ফেরদৌস খন্দকারের রাজনৈতিক সার্টিফিকেট লেখা আছে। খুঁজলে পাবেন, চট্টগ্রামের রাজপথে, চমেক হাসপাতালের লবিতে লবিতে, শাহ আলম বীরোত্তম মিলনায়তনে, মিছিলে, স্লোগানে, নবীন বরণে, একুশে উদযাপনে, বিজয় দিবসে, বাঙালির ইতিহাসের কালোরাত ১৫ই আগস্টের শোকগাথাঁয়।

করোনার চরম দুঃসময়ে যখন আমরা সবাই নিরাপদ দূরত্ব খুঁজেছি, তখন এই ডাক্তার ফেরদৌস খন্দকার চষে বেড়িয়েছেন নিউ ইয়র্ক শহরের আনাচে কানাচে। ওনার এই কার্যক্রম অন্যদের অনুপ্রাণিত করেছে। আরো অনেকেই এগিয়ে এসেছেন প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি, যারা এই দুঃসময়ে ডাক্তার ফেরদৌসের সহযোগিতা পেয়েছেন।

জানিনা কোন অদৃশ্য সুতোর টানে আজ কিছু পচে গলে যাওয়া তথাকথিত সাংঘাতিক (সাংবাদিক নন) নিউ ইয়র্ক এবং বাংলাদেশে এমন উদ্যমী একজন বঙ্গবন্ধু প্রেমিক চিকিৎসকের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন!!! তবে এটুকু বলতে পারি, তাঁর উদ্যমকে আপনারা ঠেকাতে পারবেন না, শুধু সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবেন।

ফেরদৌস খন্দকার- আপনি এগিয়ে যান, বাংলাদেশ আপনার সাথে আছে।’

(তৎকালীন ছাত্রলীগ নেতা কামাল হোসেন মিঠুর ফেসবুক থেকে নেওয়া)

সুত্র: কালেরকন্ঠ