সব বিধিনিষেধ তুলে দিয়েছে নিউ জিল্যান্ড

49

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়ে সীমান্তের কড়াকড়ি ছাড়া বাকি সব বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

সময়ের সাথে সাথে যখন সারা পৃথিবীর অধিকাংশ স্থানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তখন নিউ ‍জিল্যান্ডে উল্টো ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে নতুন কোনো করোনারোগী শনাক্ত হয়নি। যে কারণে আনুষ্ঠানিকভাবে নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন সরকার।

প্রধানমন্ত্রী অ’ডুর্ন সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন করোনাভাইরাসের মহামারীর কারণে তার দেশে সতর্কতার মাত্রা দ্বিতীয় ধাপ থেকে প্রথম ধাপে নামিয়ে আনা হচ্ছে।

ফলে মধ্যরাতের পর আর দূরত্ব রেখে মেলামেশার নিয়ম থাকছে না। বৈঠক-অনুষ্ঠানে, দোকানপাটে, হোটেল-রেস্তোরাঁয় কিংবা গণ পরিবহনেও এ নিয়ম মানতে হবে না।

এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে কড়াভাবে লকডাউন পালন করে নিউ জিল্যান্ড। লকডাউনের সময় দেশের প্রত্যেক মানুষ যাতে ঘরে থাকেন তা নিশ্চিত করেছিলো প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সরকার। তার ফলও হাতেনাতে মিলেছে। বিশ্বের বেশিরভাগ দেশ এখনো যেখানে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দিশেহারা, তখন করোনাশূন্য দেশগুলির তালিকায় স্থান পেল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ওশেনিয়া অঞ্চলের এ দেশটিতে মোট ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ২২ জন মারা গেছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকি ১ হাজার ৪৮২ জন।