নিউজ ডেস্ক: খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা দুইজনই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই নিয়ে খুলনায় করোনা উপসর্গ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই নারী হলেন-নড়াইল জেলার হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫)।
রোববার (৭ জুন) সকাল ৭টায় কামরুন্নাহার ও সকাল ১১টায় রোকেয়ার মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান দুই জনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত নারীদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।