সাভারে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

8

নিউজ ডেস্ক: ঢাকার সাভার উপজেলায় কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানিয়েছেন, রোববার পর্যন্ত এ উপজেলায় মোট ৫৬২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সর্বশেষ শনিবার এ উপজেলায় ২০ জনের এ রোগ শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন ১২ জন।

তিনি বলেন, এ উপজেলায় মোট ২৪২৬ জনের পরীক্ষায় ৫৬২ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সাতজন। হোম আইসোলেশনে রয়েছেন ২৩৮ জন, অন্যরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।