করোনায় আক্রান্ত র‌্যাব কর্মকর্তা ও তার স্ত্রী

7

নিউজ ডেস্ক: র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতে নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে জানিয়ে সারওয়ার আলম বলেন, “বৃহস্পতিবার থেকে হালকা গলা খুসখুস করছিল, পরে শুক্রবার নমুনা দিয়েছিলাম। আর আমার স্ত্রীর নমুনা পজেটিভ আসে কয়েকদিন আগে।”

সারওয়ার আলম বাসায় থেকে চিকিৎসা নিলেও তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “শারীরিকভাবে আমি ও আমার স্ত্রী ভালো আছি। আমাদের জন্য দোয়া করবেন।”