সিএমএইচে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর

53

নিউজ ডেস্ক: কনোরাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে।

কনোরাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বান্দরবান সেনানিবাস হেলিপ্যাড থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি রোববার বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকায় ঘাঁটি বাশারে অবতরণ করে।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, ৬০ বছর বয়সী বীর বাহাদুর কিছুদিন আগে শ্বাসকষ্টে ভুগছিলেন। তার ডায়বেটিসও রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার তার করোনাভাইরাস পজিটিভ আসে।

এর আগে কয়েকজন সংসদ সদস্যের সংক্রমণ ধরা পড়লেও কোনো মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর জানানো হল এই প্রথম।