শিবগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু

16

নিউজ ডেস্ক: বগুড়ায় আম কুড়াতে গিয়ে একটি বাড়ির খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৫ জুন, শুক্রবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের চান্দাইর গ্রামে এই ঘটনা ঘটে। এরপর ওই দিন রাতে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো- আজিম উদ্দিন (৪) ও আবু সুফিয়ান (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজিম ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে এবং সুফিয়ানের পিতার নাম শরিফুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হালকা ঝড়-বৃষ্টি হচ্ছিল। এসময় শিশু আজিম ও তার চাচাতো ভাই সুফিয়ান বাড়ির গাছের কাছে আম কুড়াতে যায়। এরপর তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী সোলায়মান আলীর বাড়ির পিছনে সেপটিক ট্যাংকের কূপের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। এ খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আরো জানা গেছে, প্রতিবেশী সোলায়মান আলী ময়লা পরিষ্কার করার জন্য সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে রাখেন। বৃষ্টি হওয়ায় মিস্ত্রিরা কাজ শেষ করতে পারেননি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আম কুড়াতে গিয়ে দুই শিশু খোলা সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে কেউ অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।