পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

6

নিউজ  ডেস্ক: রাজধানীর কদমতলীতে বাসার সামনে জমা থাকা পানি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত মজিবুর রহমান (৪৫) কদমতলী আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি একটি প্রতিষ্ঠানে মাস্টার রোলে চাকরি করতেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান।

তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় নিয়ে এসেছিলেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মুজিবুর রহমানের ছোট ভাই সুমন হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুদিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে ছিল। বাসার বৈদ্যুতিক তার ছিঁড়ে জমে থাকা পানিতে পড়েছিল।

“জমে থাকা পানি সরাতে গিয়েই তিনি বিদ্যুৎ স্পষ্ট হন।”