মিফা ২০২০ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে ৫ বাংলাদেশি

23

নিউজ ডেস্ক: মস্কো ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড বা মিফা ২০২০ এ পুরস্কার জিতেছেন বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রী।

২০১৪ সাল থেকে শুরু হওয়া রাশিয়ার এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার ও শৌখিন আলোকচিত্রীরা অংশগ্রহণ করেন।

এবারের প্রতিযোগিতায় শৌখিন আলোকচিত্রী আলী আশরাফ ভূইয়া জিতেছেন চারটি পুরস্কার। একটি রৌপ্য পুরস্কার ও তিনটি সম্মাননা পুরস্কার জিতেছেন তিনি।

আলোকচিত্রী আলী আশরাফ ভূইয়া পেশায় একজন পুলিশ কর্মকর্তা, যিনি বর্তমানে পুলিশ সুপার হিসেবে বগুড়ায় কর্মরত।

বগুড়ার সারিয়াকান্দিতে তার তোলা ‘রেড চিলি হারভেস্টিং’ শিরোনামের লাল মরিচ শুকানোর ছবির জন্য ভ্রমণ বিভাগে তিনি জিতেছেন রৌপ্য পুরস্কার।

এছাড়া বঙ্গবন্ধু সেতুর নিচে শীতে শীর্ণ যমুনা নদীর ছবি ‘বার্ডস আই ভিউ অব বঙ্গবন্ধু ব্রিজ’ ছবিটি স্থাপত্য বিভাগে এবং শীতে মরুভূমিতে রূপ নেওয়া যমুনা নদীর দুটি ছবি ‘ক্রসিং দ্য ডেড রিভার যমুনা’ এবং ‘ক্রসিং দ্য রিভার যমুনা’ ছবি দুটি ভ্রমণ বিভাগে সম্মাননা পেয়েছে।

রূপালী ব্যাংকের কর্মকর্তা আলোকচিত্রী পিনু রহমানের তোলা দুটি ছবি এ প্রতিযোগিতায় পেয়েছে সম্মাননা পুরস্কার।