নিউজ ডেস্ক: মানবঘাতী করোনাভাইরাসের পাশাপাশি বিশ্বে ঝড় তোলা সংবাদ বর্তমানে একটিই– যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভ। গেল ২৫ মে পুলিশি হেফাজতে মৃত্যু ঘটে জর্জ ফ্লয়েড নামে এক আফ্রিকান-আমেরিকান নাগরিকের। তাকে হাতকড়া পরিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে হত্যা করে শেতাঙ্গ পুলিশ। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর মার্কিনমুলুকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন।
বিশ্বের বিভিন্ন দেশের সচেতন নাগরিক এবং বিখ্যাত ব্যক্তিত্বরা এ ঘটনায় নিন্দা জানিয়ে বর্ণবিদ্বেষের বিপরীতে অবস্থান নিচ্ছেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের তারকাখ্যাতি ব্যবহার করে এ গুরুত্বপূর্ণ বিষয়টিকে সবার সামনে তুলে ধরছেন তারা।
বর্ণবাদ নিঃসন্দেহে একটি সামাজিক ব্যাধি। ঘুনপোকার মতো তা কুঁরে কুঁরে খায় আমাদের নৈতিকতা। নিজেদের ভক্তকূল এবং তাদের পরিবার থেকে এটি দূর করার আহ্বান জানান চট্টগ্রামের দেশি ও বিদেশি খেলোয়াড়রা। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেন তারা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামানের উদ্যোগে এ নিয়ে নিজেদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওবার্তা প্রকাশ করেছেন খেলোয়াড়রা। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম জানান, একটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে ভক্তদের অনুপ্রাণিত করতেই খেলোয়াড়দের এ প্রয়াস।
বিপিএলের অন্যতম সেরা দল চট্টগ্রাম। স্থানীয়দের মধ্যে এ টিমে রয়েছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও এনামুল হক জুনিয়র। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ক্রিস গেইল, আভিশ্কা ফার্নান্দো, রায়াদ এমরিত, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামসের মতো তারকারা।