মমিনুল ইসলাম মমিন: ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাসে আক্রান্ত হোম কোয়ারেন্টাইনে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকা’র উপ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মোঃ কামাল হোসেন। এমন অবস্থায় করোনয় আক্রান্ত মোঃ কামাল পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ২৪ ঘণ্টানিউজের সম্পাদক খায়রুল আলম রফিক। তিনি করোনায় আক্রান্ত সাংবাদিক পরিবারের সঙ্গে আলোচনা করে সার্বিক খোঁজ-খবর নেন এবং সব ধরণের সহায়তার আশ্বাস দেন বনেক সভাপতি।
এছাড়া আক্রান্ত সাংবাদিক মোঃ কামাল হোসেনকে সাহস যোগান তিনি। সাংবাদিক মোঃ কামাল হোসেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ কামনায় সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতার আহবান জানান বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি ও ২৪ ঘণ্টানিউজের সম্পাদক খায়রুল আলম রফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজ, দৈনিক মানবজমিন পত্রিকার ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক নওরোজ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি নুরুল আমীন, সাংবাদিক মোঃ মাসুদ মিয়া, দৈনিক ডেসটিনির স্টাফ রিপোর্টার একেএম সাদিকুর রহমান কিরণ, দৈনিক সন্ধ্যবাণী’র ময়মনসিংহ নিজস্ব প্রতিবেদক সোহেল হাবীব, দৈনিক সংবাদ মোহনা’র ত্রিশাল প্রতিনিধি মামুন অর রশিদ মিলন, দৈনিক ভোরের অপেক্ষা’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি আকরাম হোসেন, নতুন সময় টিভি’র ত্রিশাল প্রতিনিধি আকরাম হোসেন কাঞ্চন সরকার প্রমুখ।
এছাড়াও সাংবাদিক মোঃ কামাল হোসেন স্কুল জীবন থেকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মন্ডের সাথে জড়িত হন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ), বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই (নিসচা) ত্রিশাল শাখা’র উপদেষ্ঠা, ত্রিশাল উপজেলা নাট্য সংস্থা’র প্রধান উপদেষ্ঠা সহ আরও অনেক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগ ত্রিশাল উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ত্রিশাল পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহ আরও অনেক সংগঠনের বিভিন্ন পদের দায়িত্ব পালন করায় তিনি ত্রিশাল ও ময়মনসিংহের সুপরিচিত মুখ। যার ফলে খোঁজ-খবর নিতে মোবাইল ফোনে মাধ্যমে যোগাযোগ করছেন সর্বস্ত্ররের লোকেরা। অনেকে খোঁজ-খবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে মোঃ কামাল হোসেনের জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস দিচ্ছেন।
উল্লেখ্য, মোঃ কামাল হোসেন ঈদের আগ থেকেই জ্বর সর্ধিতে ভোগছিলেন। গত (৩০ মে) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত (১ জুন) রাতে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজেটিভ বলে জানানো হয়।