আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন ট্রাম্প: জেমস ম্যাটিস

31

নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজের কর্তৃত্বের অপব্যবহার করে আমেরিকাকে বিভক্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে স্পষ্টভাবে সমালোচনা করার বিষয়টি দীর্ঘদিন এড়িয়ে গেছেন বর্তমান মার্কিন প্রশাসনের সাবেক এই শীর্ষ কর্মকর্তা, কিন্তু বুধবার আর কোনো রাখঢাক না রেখেই নাগরিক অস্থিরতা দমাতে সামরিক শক্তি ব্যবহার করতে চাওয়ায় ট্রাম্পের নিন্দা জানিয়েছেন তিনি।

রয়টার্স লিখেছে, প্রভাবশালী সাবেক মেরিন জেনারেল ম্যাটিস, ‍যিনি নীতিগত বিরোধের কারণে ২০১৮ সালে প্রতিরক্ষা মন্ত্রীর পদ ছেড়েছিলেন, পেন্টাগনের সাবেক নেতাদের মধ্যে সবচেয়ে কঠোর ভাষায় জর্জ ফ্লয়েডের হত্যার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছেন।

২৫ মে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে মিনিয়াপোলিসের পুলিশ হেফাজতে হত্যা করা হয়।

আটলান্টিক সাময়ীকিতে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাটিস বলেন, “আমার জীবদ্দশায় প্রথম প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন জনগণকে একতাবদ্ধ করার চেষ্টা করেননি, এমনকী চেষ্টা করার ভানটুকু পর্যন্ত করেননি।

“তার বদলে তিনি আমাদের বিভক্ত করার চেষ্টা করছেন। তিন বছরের এই সচেতন প্রচেষ্টার পরিণতি এখন প্রত্যক্ষ করছি আমরা। তিন বছর ধরে পরিণত নেতৃত্ব না থাকার ফলাফল দেখছি আমরা।”

এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে হত্যা করার পর পুলিশি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হলে তা দমনে সামরিক বাহিনী ব্যবহারের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাজ্য গভর্নরদের ইচ্ছার বিরুদ্ধেই তিনি এমনটি করবেন বলে জানান।