ধানক্ষেতের নলকূপ থেকে দুই নারীর লাশ উদ্ধার

22

নিউজ ডেস্ক: নওগাঁয় অজ্ঞাত পরিচয় দুই নারী খুন হয়েছেন; যাদের লাশ ধানক্ষেতের একটি নলকূপ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

জেলার বদলগাছীর উপজেলার চাংলা গ্রাম থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বদলগাছী থানার ওসি চৌধুরী যোবায়ের আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে এলকাবাসীর কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। চাংলা গ্রামের একটি গভীর নলকূপের ঘরের ভেতর এই দুই নারীর মরদেহ পাওয়া গেছে।

“তাদের ভারী কিছু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এছাড়া শ্বাসরোধও করা হয়ে থাকতে পারে।”

ওসি বলেন, দুই নারীর বয়স আনুমানিক ৩০ ও ৩৫ বছর। বুধবার রাতের কোনো একসময় তাদের হত্যা করা হয়েছে। এলাকাবাসী তাদের পরিচয় বলতে পারেনি। সিআইডি বিষয়টি খতিয়ে দেখছে। জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শক করছেন।