করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু

7

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত দুই নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পাঁচলাইশ ও জামালখান এলাকার ওই দুই নারী আইসিইউতে ছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব।

সকাল পাঁচটায় মারা যান পাঁচলাইশ এলাকার বাসিন্দা ৫০ বছর বয়েসী নারী। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দুই ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন ৫৬ বছর বয়েসী আরেক নারী মারা যান বলে জানান ডা. রব। তারও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।

জামালখান এলাকার বাসিন্দা ওই নারী গত ২৯ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।