নিউজ ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছাড়ালো। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন।
বুধবার (৩ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় ভারতে একদিনের ব্যবধানে সর্বাধিক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৯০৯ জন। এসময়ের মধ্যে মারা গেছেন ২১৭ জন।
এর মধ্য দিয়ে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৬১৫। তাদের মধ্যে মারা গেছেন মোট ৫ হাজার ৮১৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩০৩ জন।
সবচেয়ে বেশি শনাক্ত রোগী রয়েছে মহারাষ্ট্রে ৭২ হাজার ৩০০ জন। এরপর যথাক্রমে তামিলনাড়ুতে ২৪ হাজার ৫৮৬ জন, দিল্লিতে ২২ হাজার ১৩২ জন, গুজরাটে ১৭ হাজার ৬১৭ জন।