ফ্লয়েড হত্যাকাণ্ড: জার্সি খুলে প্রতিবাদ করায় সানচোকে হলুদ কার্ড

32

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ঘটনায় জার্সি খুলে প্রতিবাদ জানিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ড উইঙ্গার জ্যাডন সানচো। জার্সি খোলার উদ্দেশ্যই ছিল ভেতরের গেঞ্জিতে লেখা বার্তাটি যেন সবাই দেখতে পায়। বুকে লেখা ছিল  ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’। অবশ্য এই উদযাপনের পরই হলুদ কার্ড দেখতে হয়েছে সানচোকে।

ঘটনাটি ঘটেছে বুন্দেসলিগায় ডর্টমুন্ড-প্যাডারবর্ন ম্যাচে। ম্যাচটি ৬-১ গোলে জিতেছে ডর্টমুন্ড। হ্যাটট্রিক করেছেন ইংলিশ তারকা সানচো। অবশ্য ঘটনার পর পর এমন রেফারিংয়ের সমালোচনা শুরু হতে থাকে। প্রশ্ন ওঠে ফ্লয়েডের হত্যার প্রতিবাদ করাতেই কি এমন হলুদ কার্ড?

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য সোমবার পরিষ্কার দিয়েছে সব। প্রতিবাদ নয়, জার্সি খুলে উদযাপনের জন্যই সানচোকে হলুদ কার্ড দেখানো হয়েছে।

প্রতিবাদ অবশ্য সতীর্থ আছরাফ হাকিমিও জানিয়েছিলেন। তবে তাকে দেখানো হয়নি কোনও কার্ড। জার্মান ফুটবল সংস্থা বলছে, এর কারণ হাকিমি জার্সি খোলেননি, শুধু মাত্র হাতে লেখা স্লোগান দেখাতে জার্সি কিছুটা উপরে তুলেছিলেন।

ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা আইএফএবির ল-১২ বলছে, কেউ জার্সি খুললে বা জার্সি দিয়ে মাথা ঢাকলে তাকে সতর্ক করে দেওয়ার নিয়ম। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের এলিট রেফারিদের স্পোর্টিং ডিরেক্টর লুটজ মাইকেল মনে করিয়ে দিলেন সেই আইন, ‘ল-১২ অনুসারেই এই ধরনের কর্মকাণ্ড অবধৈ। এর সঙ্গে রাজনৈতিক কোনও ধরনের বার্তার সম্পর্ক নেই।’