নিউজ ডেস্ক: স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছেন মৃত মা। গায়ের চাদর টেনে ছোট্ট শিশু মাকে ডেকে তোলার চেষ্টা করছে। ভাবছে, মা হয়তো ঘুম থেকে উঠবে। কিন্তু মায়ের নিথর দেহ কোনো সাড়া দিচ্ছে না।
এই মর্মান্তিক দৃশ্যটি ভাইরাল হয়। হয়তো কোনও দিনই ভোলা যাবে না এই দৃশ্য। মা হারা শিশুর কী হবে, এমন প্রশ্ন উঠতে থাকে। শিশুটির জন্য এবার সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা শাহরুখ খান। সূত্র: জি নিউজ, নিউজ১৮
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন শিশুটির সাহায্যে এগিয়ে এসেছেন।
যদিও ছোট্ট সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হতে আরও অনেকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। এমনকি, নেতা মন্ত্রীরাও সাহায্যের আশ্বাস দিয়েছেন।