নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউন তুলে অফিস খুলে দেওয়া হলেও স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকারি দপ্তরগুলোতে একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে নিষেধ করা হচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষার জন্য একই সময়ে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা কর্মচারী অবস্থান করবে না। বাকীরা প্রয়োজন অনুযায়ী অনলাইনে সংযুক্ত থাকবেন।
এই ২৫ শতাংশ আবার পালাক্রমে বদল হবেন, কেউ দুই ঘন্টা অফিস করে চলে যাবার পর আবার অন্য ২৫ শতাংশ প্রয়োজন বুঝে চলে আসবেন। আর এসব করা হচ্ছে সংক্রমণ রোধ করার জন্য।
চতুর্থ শ্রেনীর কর্মচারীদের বেলায় সংক্রমিত এলাকার কেউ অফিসে আসবেন না বলে জানান জানান প্রতিমন্ত্রী । রোববার ছিল প্রথম দিন, অনেকগুলো মন্ত্রণালয় অত্যন্ত কম সংখ্যক কর্মকর্তা নিয়ে, যারা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের আমরা আসতে বারণ করেছি, তারা আসেননি।