নিউজ ডেস্ক: আজ সোমবার (১ জুন) ড্রিম টিম প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানেই একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।
সেরা এগারো জনের মধ্যে ভারত ও ইংল্যান্ড জাতীয় দল থেকে চারজন করে মোট আটজন সুযোগ পেয়েছেন। আর সাকিব ছাড়া নিউজিল্যান্ডের একজন কেইন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এই তালিকায় আছেন।
ভারত থেকে সুযোগ পাওয়া চারজন হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড থেকে জস বাটলার, জেসন রয়, বেন স্টোকস, ও ক্রিস ওকস আছেন এই একাদশে।