নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেখা দেওয়ায় রাজধানীতে বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা সোমবার (১ জুন) থেকে লকডাউন করে ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্যাংকের শাখা তদারকি বিভাগের উপ মহাব্যবস্থাপক মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।
শাখার কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্যবস্থাপনার সিন্ধান্ত মোতাবেক শাখাটি লকডাউন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।
শাখা ব্যবস্থাপকসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।